নতুন ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রামে নতুনভাবে যাত্রা শুরু করলো দেশের একমাত্র মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আরএকে সিরামিকস।
বিশ্বমানের প্রিমিয়াম ৬০০১২০ সেন্টিমিটার স্ল্যাব কালেকশন, ৮০ী৮০ সেন্টিমিটার ডাবল চার্জ, ৩০ী৯০ সেন্টিমিটার প্রেমিজা টাইলস এবং আরএকে সেনসেশন টাচলেস, আরএকে ক্লাউড ব্যাক টু ওয়াল এবং আরএকে হারমনি ওয়াল হাং স্যানিটারি ওয়্যারের এক অসাধারণ সমাহার নিয়ে ও পরিবর্তনশীল গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে প্রস্তুত করা হয়েছে কাজির দেউড়ির এই ফ্ল্যাগশিপ শোরুম।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও সাধন কুমার দে, ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর মোহাম্মদ শফিউল আযম, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামসুল আরেফিন, জেনারেল ম্যানেজার মো. মাহবুবুল হক, ডিজিএম (মার্কেটিং এন্ড কমিউনিকেশন) এস এম আরাফাতুর রহমান এবং এজিএম (সেলস এন্ড মার্কেটিং) হাসান অরেক।
টেকসই গুণগত মান, বিলাসিতার ছোঁয়া ও অত্যাধুনিক ডিজাইনের অভিজ্ঞতায় আরএকে সিরামিকস অননা। এই অভিজ্ঞতা নিতে চট্টগ্রামের সম্মানিত অনেক গ্রাহক ডিলার ও শুভানুধ্যায়ী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।