চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন। তিনি চবির ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনিও এবারের সমাবর্তী। কিন্তু সমাবর্তী হিসেবে নিবন্ধন না করলেও শিক্ষক হিসেবে সমাবর্তনে অংশ নিবেন। দায়িত্ব থাকায় রাতদিন এক করে কাজ করতে হচ্ছে বলে জানান তিনি। কিন্তু পরিশ্রমে তিনি ক্লান্ত না হয়ে আনন্দ পাচ্ছেন বলে জানান। নুরুল হামিদ কানন বলেন, এটা বিশাল একটি সমাবর্তন। এ সমাবর্তনের আয়োজকদের একজন হতে পেরে আমি খুবই গর্ববোধ করছি। ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগছে। পুরো ক্যাম্পাসকে বিয়েবাড়ির সাজে সাজানো হয়েছে। আমার কাছে পুরোটা ঈদের মতোই লাগছে। আমি দায়িত্ব পালনে আনন্দবোধ করছি। পুরো আয়োজনে উৎসব হোক, আমাদের সিনিয়র, জুনিয়র, শিক্ষার্থীরা সবাই আনন্দ উপভোগ করুক– এটাই কামনা করি।