আয়ূব বিবি ট্রাস্টের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

| সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

কর্ণফুলি উপজেলার চরপাথরঘাটা খোয়াজনগর আজিমহাকিম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়ূব বিবি ট্রাস্টের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ও সনদ প্রদান গত শনিবার ট্রাস্টের ভাইসচেয়ারম্যান লায়ন মো. হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. জাবের হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আহমেদ, চরপাথরঘাটা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা। স্বাগত বক্তব্য রাখেন আজিমহাকিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুল আলম। বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ গিয়াস উদ্দিন পারভেজ, ইউপি সদস্য আবু তাহের, দেলোয়ার হোসেন প্রমুখ। শেষে বিভিন্ন গ্রেডে ৭৬ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদপত্র, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিআইসিতে বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা কর্মশালা
পরবর্তী নিবন্ধবিপ্লব ও সংহতি দিবসে উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির মিছিল