আয়ারল্যান্ডের বিরুদ্ধে মেয়েদের টি-টোয়েন্টি দল

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। তিন ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। আগামী ৫ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ। এই সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য সোমবার বিকালে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছর পর টিটোয়েন্টি দলে ফিরেছেন ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক শারমিন আক্তার সুপ্তা। ২০২২ সালের ডিসেম্বরে সর্বশেষ টিটোয়েন্টি খেলেছিলেন শারমিন। পারফরম্যান্সের কারণে এরপর আর টিটোয়েন্টিতে দেখা যায়নি তাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করেই সুযোগ পেয়েছেন টিটোয়েন্টি সিরিজে। নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন শারমিনকে এখন অটোমেটিক চয়েজ হিসেবেই দেখছেন। শারমিনকে স্কোয়াডে নেওয়ার বিষয়ে সাজ্জাদ বলেছেন, ‘পুরস্কার বলতে পারেন। ও বেসিক্যালি ভালো খেলা শুরু করেছে জাতীয় লিগ থেকে। ওর ইনটেন্টে পরিবর্তন হয়েছে। জাতীয় লিগে ৩/৪ ব্যাটিং করেছে খুবই ইতিবাচক মানসিকতা নিয়ে। ওর পারফরম্যান্স আমাকে অনুপ্রাণিত করেছে ব্যাক করানোর জন্য। শুধু জাতীয় লিগের টিটোয়েন্টি ফরম্যাটেই নয়, আমাদের যে অনুশীলন ম্যাচগুলো হয়েছে, সেখানেও ভালো পারফরম্যান্স করেছে। সেটার প্রতিফলন আপনারা ওয়ানডে সিরিজে দেখতে পেরেছেন। শারমিন এখন অটোমেটিক চয়েজ হয়ে দাঁড়িয়েছে ওয়ানডে ও টিটোয়েন্টিতে।’ সর্বশেষ টিটোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বেশ কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজনকে বিশ্রামে পাঠানো হয়েছে। ইনজুরির কারণে নেই সাথী রানী। তার বদলেই মূলত স্কোয়াডে সুযোগ পেয়েছেন শারমিন। পেসার দিশা বিশ্বাসের জায়গায় বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা সুযোগ পেয়েছেন। মারুফা আক্তার ও সুলতানা খাতুনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের দুইজনের বদলে জান্নাতুল সুমনা ও ফারিহা ইসলাম তৃষ্ণা সুযোগ পেয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের স্কোয়াড নিয়ে নির্বাচক সাজ্জাদ জানিয়েছেন, ‘আমরা সর্বশেষ টিটোয়েন্টি খেলেছি আরব আমিরাতে। সেখানে আমাদের পেস বোলার বেশি ছিল। এখন খেলবো সিলেটে, হোম কন্ডিশনে স্বাভাবিক ভাবেই আমরা স্পিন নির্ভর স্কোয়াড করেছি। এই কারণে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এসেছে।’ প্রথম দুই টিটোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা। রিজার্ভ : দিশা বিশ্বাস, শামিম সুলতানা, শারমিন সুলতানা।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের
পরবর্তী নিবন্ধক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা