আয়রে বৃষ্টি টাপুর টুপুর

জাহাঙ্গীর চৌধুরী | বুধবার , ৩ জুলাই, ২০২৪ at ১১:১৮ পূর্বাহ্ণ

মেঘ ডাকে না গুড়ুম গুড়ুম

বৃষ্টি হয়না ঝুমঝুম,

আষাঢ় রোদে পড়ছে কুসুম

খুকুর চোখে নেই ঘুম।

আয়রে বৃষ্টি মেঘে চড়ে

বায়ে উড়ে উড়ে,

খুকু উঠবে নড়েচড়ে

নিদ্রা আসবে ঝড়ে।

টিনের চালের ঝনঝন শব্দ

তুলবে মজার ছন্দ,

খেলায় পাবে বেশ আনন্দ

কান্না হবে বন্ধ।

আয়রে বৃষ্টি টাপুর টুপুর

মনটা করতে ভরপুর,

খুকু দিয়ে পায়ে নূপুর

জলে করবে ঘুরঘুর।

পূর্ববর্তী নিবন্ধমেঘ বন্ধু
পরবর্তী নিবন্ধখোকার যতো বায়না