আয়কর বিভাগ আন্তঃঅঞ্চল ফুটবল টুর্নামেন্টের ফলাফল

| মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:৫২ পূর্বাহ্ণ

আয়কর বিভাগ চট্টগ্রামের উদ্যোগে আন্তঃকর অঞ্চল ফুটবল টুর্নামেন্টে গতকাল সোমবার চতুর্থ দিনের খেলায় কর অঞ্চল১ ছয় গোলের বিশাল ব্যবধানে কর আপীল অঞ্চল চট্টগ্রামের বিরুদ্ধে জয়লাভ করেছে। আগ্রাবাদ বহুতলা সরকারি কলোনি মাঠে বিকেলে অনুষ্ঠিত এ খেলায় বিজয়ী দলের পক্ষে মামুন ও সুব্রত জোড়া গোল করেন। এছাড়া রনি ও রিদয় ১টি করে গোল করেন। এদিকে গত রোববারের খেলায় কর অঞ্চল৩ ও কর অঞ্চল৪ এর খেলা গোলশূন্যভাবে শেষ হয়। টুর্নামেন্টে চট্টগ্রামের ৫টি কর অঞ্চল অংশ নিচ্ছে। খবর বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধঅলিম্পিকে যুক্ত হলো ক্রিকেট