আয়কর বিভাগ আন্তঃঅঞ্চল ফুটবল টুর্নামেন্টের ফলাফল

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:১৫ পূর্বাহ্ণ

আয়কর বিভাগ চট্টগ্রামের উদ্যোগে আন্তঃকর অঞ্চল ফুটবল টুর্নামেন্টে গতকাল বুধবার দ্বিতীয় দিনের খেলায় কর অঞ্চলদুই ২১ গোলে কর অঞ্চল৩ দলকে পরাজিত করেছে। আগ্রাবাদ বহুতলা সরকারি কলোনি মাঠে গতকাল অনুষ্ঠিত এ খেলায় বিজয়ী দলের পক্ষে রিফাত ও নরুফ কান্তি এবং বিজিত দলের আজিম গোল করেন । টুর্নামেন্টে চট্টগ্রামের ৫টি কর অঞ্চল অংশ নিচ্ছে। খবর বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধছক্কার বিশ্ব রেকর্ডে রোহিত শর্মা
পরবর্তী নিবন্ধকোহলিকে ‘চুরি’ করতে চান সাকিব