চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে গত ২০ আগস্ট সমিতির সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাকাউল্লা চৌধুরী ইরান ও চৌধুরী খালিদ বিন সরওয়ারের সঞ্চালনায় আয়কর পরিপত্র ২০২৪–২০২৫ এর ওপর আলোচনা সভা সমিতির ১ নং মিলনায়তন, সিজিও বিল্ডিং–১, আগ্রাবাদ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য আলোচক ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (পিআরএল ভোগরত) মো. ইকবাল হোসেন। মুখ্য আলোচক আয়কর পরিপত্র ২০২৪–২০২৫ এর বিভিন্ন ধারার উপর আলোচনা করেন। তাছাড়া আয়কর পরিপত্রের মাধ্যমে কর আইন পরিপালন করে কাজ করার জন্য যে সকল নির্দেশনা প্রদান করেছেন তার যথাযথ ব্যাখ্যা ও বিশ্লেষন প্রদান করেন। পরবর্তীতে মূখ্য আলোচক উপস্থিত কর আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আয়কর পরিপত্র ২০২৪–২০২৫ এর উপর আলোচনা সভায় উপস্থিত সদস্যগণ আয়কর পেশা পরিচালনার জন্য বিভিন্ন বিষয়ে ব্যাপক ধারণা লাভ করেন। সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সভাপতিবৃন্দ, প্রাক্তন সাধারণ সম্পাদকবৃন্দ, কার্যকরী সংসদের কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং সিনিয়র কর আইনজীবীসহ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।