আয়কর আইনের নতুন ধারা সংশোধনের দাবি

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

আয়কর আইন ২০২৩ এ অনুমোদিত প্রতিনিধি শিরোনামে প্রবর্তিত ৩২৭ ধারার ৪ উপধারায়জাতীয় রাজস্ব বোর্ডকে কর আইনজীবী সমিতিসমূহের নিবন্ধন দেয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে, যা কর পেশাকে সংকুচিত করার হীন মানসিকতা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নেতারা। সমিতির নেতৃবৃন্দ এই ধারাসমূহের মাধ্যমে কর আইনজীবীদের স্বাধীনতা ও স্বকীয়তা হরণ করা হয়েছে বলে অভিয়োগ করেন।

আয়কর আইন ২০২৩ এর বিভিন্ন ধারা উপধারা সংশোধন, পরিবর্তন, সংযোজন, সংস্করনের দাবিতে গতকাল বুধবার চট্টগ্রাম কর আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কর আইনজীবী সমিতির কার্যকরী সংসদের নেতৃবৃন্দ। সমিতির সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে সমিতির কার্যালয়ে সভায় সংবাদ সম্মেলনে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক বাকাউল্লা চৌধুরী (ইরান) ও প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান। সংবাদ সম্মেলনে নতুন এই আইনের মাধ্যমে কর অঙ্গনে অবৈধ প্রতিনিধিত্ব রোধ করার জন্য ৩২৭ ধারার ২ উপধারায়ও সংশোধন করা প্রয়োজন বলে মত দেন কর আইনজীবী সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট মো. ওমর ফারুক, প্রাক্তন সহসভাপতি অ্যাডভোকেট কে এস আব্বাসী, প্রাক্তন যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, অ্যাডভোকেট মো. ইমাম উদ্দিন, মো. সরওয়ার আলম ভূঁইয়া (শিমুল), বর্তমান যুগ্ম সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ার (জনি), কোষাধ্যক্ষ সনজয় আচার্য্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রিংকু দত্ত, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, নির্বাহী সদস্য মো. দিদারুল আলম (রণি), মো. ইউছুপ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় নুরুল আলম শাহ’র ওরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধসংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো ঠিক হবে না