২ মাস আগে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন নগরীর পতেঙ্গা মুসলিমাবাদ এলাকার মোঃ জাহেদের স্ত্রী আনোয়ারা সুলতানা তিশা (২২)।
এই দুই মাস স্বামী জাহেদকে আমেরিকা নিয়ে যাওয়ার প্রস্তুতি চালাচ্ছিলেন তিশা। প্রস্তুতি প্রায় শেষের দিকে। ঈদের পরেই দম্পতি উড়াল দিতেন আমেরিকায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে পতেঙ্গা থানাধীন স্টিলমিল বাজার এলাকার কাচ্চি ডাইন ও বনফুলের সামনেই এক সড়ক দুর্ঘটনায় কেড়ে নেয় তিশার প্রাণ।
ভাগ্যক্রমে যদিও বেঁচে যান তিশার স্বামী জাহেদ। রাত ১০ টার দিকে স্বামী জাহেদের বাইকের পেছনে বসে শপিংয়ে যাচ্ছিলেন তিশা। কিন্তু স্টিলমিল বাজার এলাকার কাচ্চি ডাইন ও বনফুলের সামনে পৌঁছালে এক লরির ধাক্কায় মৃত্যু হয় তিশার। মূহুর্তেই স্বপ্ন শেষ। পরিবারের শোকের ছায়া, স্বামীসহ একসঙ্গে ঈদ করা এবং একসাথে আমেরিকা যাওয়ার স্বপ্ন মুহুর্তেই শেষ।
নিহত আনোয়ারা সুলতানা তিশার চাচা মোঃ আমিন বলেন, তিশার স্বামী বাইক চালাচ্ছিলেন পেছনে তিশা বসেছিল বনফুলের সামনে পৌঁছালে এক লরি তাদের বাইককে ধাক্কা দিলে আমার ভাতিজি মারা যান। এ রকম মৃত্যু কোনো রকমই মেতে নিতে পারছি না। তারা ঈদের পর স্বামীসহ আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। তিশা সেখানে ভালো জব করত। স্বামীকেও নিয়ে যাওয়ার প্রস্তুতি শেষ করেছিল। কিন্তু ভাগ্য সবকিছু এলোমেলো করে দিল।
এ ব্যাপারে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন আমেরিকা প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।