আমেরিকা থেকে আসছে গমের দ্বিতীয় চালান

২৮ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে প্রথম জাহাজ

হাসান আকবর | শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

আমেরিকা থেকে দ্বিতীয় চালানের গম বোঝাই জাহাজ চট্টগ্রামের পথে যাত্রা করেছে। আগামী ২৮ ডিসেম্বর দ্বিতীয় চালানের প্রথম জাহাজটি চট্টগ্রামে পৌঁছাবে। এই চালানে সর্বমোট চারটি জাহাজের প্রতিটি ৫৭ হাজার টন করে গম নিয়ে আসবে। দেশে খাদ্যের কোনো সংকট না থাকলেও মার্কিন শুল্ক আরোপের চাপ সামলে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার এ গম আমদানি করছে। অবশ্য এতে দেশের খাদ্য নিরাপত্তা সুদৃঢ় হবে বলেও সূত্র মন্তব্য করেছে।

সূত্র জানিয়েছে, দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ এবং নতুন ধান উঠলেও সরকার সামনের দিনগুলোর কথা মাথায় রেখে বিপুল পরিমাণ গম আমদানি করছে। আন্তর্জাতিক বাজার থেকে কিছুটা বাড়তি দামে আমেরিকা থেকে এসব গম আমদানি করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির চাপে পড়ে বাংলাদেশকে আগামী ৫ বছর এভাবে গম আমদানি করতে হবে। প্রতিবছর আমেরিকা থেকে ৭ লাখ টন গম আনা হবে বলেও খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। তারা বলেন, বাজারদর কিছুটা বেশি হলেও গমের মান ভালো। তাছাড়া দূরত্বের কারণে জাহাজ ভাড়া কিছুটা বাড়তি হওয়ায় খরচ বাড়ছে। তবে দেশের রপ্তানি বাণিজ্যের স্বার্থে এর কোনো বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।

ইতোমধ্যে আমেরিকা থেকে প্রথম চালানের ২ লাখ ৪২ হাজার টন গম নিয়ে আসা চারটি জাহাজ গম খালাস করে চলে গেছে। একই চুক্তির আওতায় দ্বিতীয় চালানে চারটি জাহাজে ২ লাখ ২৮ হাজার টন গম দেশে আসবে। ইতোমধ্যে ৫৭ হাজার টন গম নিয়ে এমভি ইভিটা নামের একটি জাহাজ চট্টগ্রামের পথে যাত্রা করেছে। আগামী মাসের মধ্যে অপর তিনটি জাহাজও চট্টগ্রামে পৌঁছাবে বলে সূত্র জানিয়েছে।

দেশে খাদ্য মজুদ অত্যন্ত সন্তোষজনক মন্তব্য করে সূত্র বলেছে, গতকাল দেশে প্রায় সাড়ে ১৬ লাখ টন চাল ও গমের মজুদ রয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ লাখ টন বেশি। এটি খাদ্য নিরাপত্তা খাতে অনেক স্বস্তিদায়ক মজুদ বলে উল্লেখ করে সূত্র বলেছে যে, গতকাল দেশের সরকারি গুদামগুলোতে ১৪ লাখ ৩ হাজার ৩১৫ টন চাল, ১ লাখ ৯১ হাজার ৪৪৪ টন গম এবং ৩৭ হাজার ১৫৭ টন ধান মজুদ রয়েছে। এই মজুদের সাথে আমেরিকা থেকে আসা দ্বিতীয় চালানের গম খাদ্য নিরাপত্তা সুদৃঢ় করবে বলেও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান।

খাদ্য বিভাগের একজন কর্মকর্তা গতকাল দৈনিক আজাদীকে বলেন, খাদ্যের কোনো সংকটই নেই। প্রচুর মজুদ রয়েছে সরকারি গুদামে। দেশের কৃষকদের ঘরে ঘরেও প্রচুর ধান চালের মজুদ। সুতরাং দেশে খাদ্য সংকটের প্রশ্নই উঠে না। তবুও নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারিভাবে জি টু জি চুক্তির আওতায় আমেরিকা থেকে এসব গম আমদানি করা হচ্ছে। ওই কর্মকর্তা আরো বলেন, এসব গম সরকারের বিভিন্ন সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হবে।

জাহাজ ও সরবরাহকারীর প্রতিনিধি সেভেন সীজ শিপিং লাইন্সের সিইও মোহাম্মদ আকবর আলী দৈনিক আজাদীকে এমভি ইভিটা নামের জাহাজ আমেরিকা থেকে ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে আসছে বলে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসিআরবিতে দুই নারীকে চেয়ার দিয়ে পেটালেন যুবক, ভিডিও ভাইরাল
পরবর্তী নিবন্ধঘুমন্ত পুলিশের সাথে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সেলফি ভাইরাল