ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ‘কঠোর পদক্ষেপ” নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এক আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর না–করার জন্য তেহরানের উপর চাপ বাড়িয়েছেন তিনি। ট্রাম্পের এই হুমকির পর সরকার–বিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়াদের দ্রুত বিচার এবং মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছে তেহরান। এই পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কা ক্রমশ দানা বাঁধছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে সেটার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে প্রতিবেশী দেশগুলেকে সতর্ক করেছে ইরান। এ নিয়ে জল্পনা এবং উত্তেজনার মধ্যে গতকাল বুধবার সন্ধ্যায় পশ্চিম এশিয়ায় বৃহত্তম সেনা ঘাঁটি কাতারের আল উদেইদ থেকে কর্মী কমানোর পর্ব শুরু করেছে পেন্টাগন। এদিকে ইরানে গত কয়েকদিনে সরকারবিরোধী বিক্ষোভের সময় দুই হাজার ৫৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আমেরিকা–ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বা এইচআরএএনএ।
গত বছর জুন মাসে ইরান–ইসরায়েল সংঘাতের সময় ইরানের তিন পরমাণুকেন্দ্র– ফোরডো, নাতাঞ্জ এবং ইস্পাহানে বাঙ্কার ব্লাস্টার বোমা ফেলেছিল মার্কিন বি–২ যুদ্ধবিমান। ওই অভিযানের ঠিক আগেই কাতারের আল উদেইদ থেকে বেশ কিছু অসামরিক কর্মী এবং তাদের পরিবারকে সরানো হয়েছিল। পশ্চিম এশিয়ায় অন্তত ১০টি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। সেখান কমপক্ষে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মত, আমেরিকা ইরানে হামলা চালালে তেহরানের পাল্টা হামলায় বড় ক্ষতি হতে পারে বাহরাইনে আমেরিকার নৌসেনা ঘাঁটিতে। সেখানেই মোতায়েন রয়েছে আমেরিকার পঞ্চম নৌবহর। প্রায় ৮ হাজার ৩০০ মার্কিন সেনাও মোতায়েন রয়েছে সেখানে। ইরানে হামলার জন্য কাতার থেকে সেখানে বাড়তি বাহিনী পাঠানো হতে পারে বলে জল্পনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামপ্রতিক এক মন্তব্যে ইরানের বেসামরিক নাগরিকদের ‘বিক্ষোভ অব্যাহত রাখার’ আহ্বান জানানোর পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে দিয়েছেন যে তার দেশ ‘অশুভ এবং বিদেশি হস্তক্ষেপের’ বিরুদ্ধে আত্মরক্ষা করবে।
মঙ্গলবার সিবিএস নিউজে এক সাক্ষাৎকারে ট্রাম্প কেবল বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তাহলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে ‘অত্যন্ত কঠোর পদক্ষেপ’ নেবে। এরপরই ইরান মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সেসব দেশকে হুঁশিয়ার করেছে। ইরানের এই হুমকির মুখে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়।












