আমেরিকায় টিকার আপদকালীন ব্যবহারের আবেদন জানাল ফাইজার

| শনিবার , ২১ নভেম্বর, ২০২০ at ৪:৩৪ পূর্বাহ্ণ

তাদের করোনা টিকাকে আপদকালীন ব্যবহারে অনুমতি দেওয়া হোক। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর কাছে গতকাল শুক্রবার এমনই আর্জি জানাল ফাইজার। সেই সঙ্গে আগামী মাসে নির্দিষ্ট সংখ্যায় টিকার প্রয়োগও করতে চাইছে বলে জানিয়েছে সংস্থাটি।
কয়েকদিন আগেই ফাইজার এবং এর শরিক সংস্থা বায়োএনটেক জানিয়েছিল তাদের তৈরি টিকা ৯৫ শতাংশ কার্যকরী। পাশাপাশি এটাও দাবি করেছিল, এই টিকা কোভিড ১৯-কে প্রতিরোধ করতে সক্ষম। শুধু তাই নয়, এই টিকা যথেষ্ট নিরাপদ। আমেরিকা ছাড়াও ইউরোপেও এই টিকা ব্যবহারের জন্যও আবেদন করেছে ফাইজার।
ফাইজার সিইও অ্যালবার্ট বুরলা এক বিবৃতিতে জানান, আমাদের কাজ নিরাপদ এবং কার্যকরী টিকা সরবরাহ করা। টিকার দায়িত্বে থাকা এফডিএ-র শীর্ষ আধিকারিক মারিয়ন গ্রুবার বলেন, আপদকালীন ব্যবহারে অনুমতি পেলেও, টিকা আরও ভালভাবে পরীক্ষা করে দেখা হবে। কারণ এটা এখনও অনুমোদন পায়নি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে লুট করা সাড়ে ৫৬ লাখ টাকা উদ্ধার কর্মচারীসহ গ্রেফতার ৩
পরবর্তী নিবন্ধআমনের ফলন ভালো হলেও প্রভাব নেই চালের বাজারে