আমেরিকার গম নিয়ে বহির্নোঙরে দ্বিতীয় জাহাজ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

আমেরিকা থেকে প্রায় ৬১ হাজার টন গম নিয়ে দ্বিতীয় জাহাজটি গতকাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বাংলাদেশ ও আমেরিকা সরকারের মধ্যে সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় এসব গম আমদানি করা হচ্ছে। গতকাল গম বোঝাই ‘এমভি এসপার এ্যারিস’ জাহাজটি কুতুবদিয়ার অদূরে নোঙর করেছে।

এর আগে প্রথম জাহাজে আসে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম। এই চুক্তির আওতায় মোট ২ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হচ্ছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় জাহাজে ১ লাখ ১৭ হাজার ৭৬১ টন গম চট্টগ্রাম পৌঁছেছে। চুক্তির বাকি ১ লাখ ২২ হাজার ২৩৯ টন গম নিয়ে দুইটি জাহাজ চলতি মাসে চট্টগ্রামে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ‘এমভি এসপার এ্যারিস’ জাহাজে ৬০ হাজার ৮০২ টন গম রয়েছে। গমের নমুনা পরীক্ষার পর গম খালাস শুরু হবে।

জাহাজটির স্থানীয় প্রতিনিধি সেভেন সীজ লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী আকবর জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে আজ থেকে গম খালাস শুরু হবে। খালাসকৃত গমের মধ্যে ৪০ হাজার টন গম লাইটারেজ জাহাজে নারায়ণগঞ্জে এবং বাকি ২০ হাজার ৮০২ টন গম চট্টগ্রামে রাখা হবে।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীবাহী বাসের ধাক্কা, বাইক থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধকরেরহাটে পাহাড় কাটা, ৬ জনের নামে মামলা