আমেরিকান নায়িকার সঙ্গে শুরু হচ্ছে শাকিবের শুটিং

| শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:২৩ পূর্বাহ্ণ

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’। সিনেমায় অভিনয় করতে ঢাকায় আসছেন আমেরিকান নায়িকা কোর্টনি কফি। আগামী মাসেই শুরু হবে শুটিং। শাকিবের গত বছর জন্মদিনে নিউইয়র্কে ‘রাজকুমার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছিল। এর দেড় বছর পর শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। এর প্রযোজক আরশাদ আদনান সিনেমাটির শুটিংয়ের তারিখও জানিয়েছেন। জানা গেছে, হিমেল আশরাফের পরিচালনায় সিনেমার প্রিপ্রোডাকশনের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে হিমেল আশরাফ জানান, সমপ্রতি তিনি আমেরিকা গিয়েছিলেন। সিনেমার নায়িকা কোর্টনি কফি বাংলা ভাষা কিছুটা রপ্তও করেছেন।

আসছে ডিসেম্বরের ১০ থেকে রাজধানীতে ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের সূচনা হবে। এরপর দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ করা হবে।

আগামী বছরের শুরুতে সিনেমার পুরো টিম নিয়ে আমেরিকায় শুটিংয়ের জন্য যাবে। চলতি বছর ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’র সাফল্যের পর শাকিব খান আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনাটকে ফিরছে গানচিল, প্রথম নিবেদনে শ্যামল-মম জুটি
পরবর্তী নিবন্ধশিশুদের স্বার্থে একসঙ্গে ডিএমপি ও সিসিমপুর