আমেরিকাকে সেরাটা দিয়েছি বিদায়ী ভাষণে বাইডেন

| বুধবার , ২১ আগস্ট, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দিয়েছেন জো বাইডেন। আর তাতেই আবেগাপ্লুত হয়ে হৃদয়নিঃসৃত বক্তব্যে তিনি বলেছেন, আমেরিকাকে নিজের সেরাটাই তিনি দিয়েছেন। হৃদয় ও আত্মা দিয়ে জাতির সেবা করেছেন। বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন বাইডেন। খবর বিডিনিউজের।

কথাগুলো বলার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি বাইডেন। মেয়ে অ্যাশলিকে জড়িয়ে ধরে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা যায় তাকে। বাইডেনকে যে এখনই শেষ ভাষণ দিতে হবে সেটি হয়ত তিনি নিজেও ভাবতে পারেননি। ভাগ্য যে চোখের পলকেই বদলে যায় সেটি বাইডেনের চেয়ে ভাল আর কে জানে? মাসখানেক আগে নির্বাচনি দৌড়ের মাঝপথে বাইডেন ঘোষণা করেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না। তিনি চান, কমলা হ্যারিস প্রার্থী হোন। তারপরই দলের এই সম্মেলন হচ্ছে।

সম্মেলনে বিদায়ভাষণ দিতে গিয়ে তাই আবেগতাড়িত হয়ে পড়েন বাইডেন। ভাষণের এক পর্যায়ে তিনি আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে দলের ভবিষ্যৎ এবং আমেরিকার গণতন্ত্র রক্ষায় ভরসার যোগ্য বলে প্রশংসা করেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.১৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবাধার দেয়াল ভাঙবেন কমলা হ্যারিস, আশা হিলারির