আমেনার বাগান

অরুণাংশু দাশ (২৯,৩০৭) | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

আমেনার বাগানে

নানা ফুল ফুটেছে

মধুলোভী মৌমাছি

সব এসে জুটেছে।

ফুল আছে নীল সাদা

আর আছে লাল

কেউ যেন বিছিয়েছে

কাশ্মিরী শাল।

পূর্ববর্তী নিবন্ধসোনামনি
পরবর্তী নিবন্ধব্যাঙ আর পুঁটি