চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, ছাত্র জীবন থেকে শুরু করে আমৃত্যু গণমানুষের জন্য রাজনীতি করেছেন সাদেক চৌধুরী। ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী দুঃসময়ে ছাত্রলীগের রাজনীতিকে এগিয়ে নেয়ার জন্য যে ভূমিকা ছিল তা অবিস্মরণীয় হয়ে থাকবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সাবেক সহ-সভাপতি এম সাদেক চৌধুরীর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। জেলা আওয়ামী লীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈনুদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, এটিএম পেয়ারুল ইসলাম, দেবাশীষ পালিত, মো. জসিম উদ্দীন শাহ, জাফর আহমেদ, আলাউদ্দীন সাবেরী, নাজিম উদ্দীন তালুকদার, এস এম গোলাম রাব্বানী, মো. সেলিম উদ্দীন, প্রদীপ চক্রবর্তী, ডা. নুরুদ্দীন জাহেদ, ফোরকান উদ্দীন আহমেদ, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম ও সাদেক চৌধুরীর ছোট ভাই আওয়ামী লীগ নেতা ওসমান গণি চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।