আমুর বক্তব্যে কেন গুরুত্ব দেব : জিজ্ঞাসা ফখরুলের

| বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

বিএনপির সঙ্গে সংলাপ বিষয়ে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু যে বক্তব্য রেখেছেন, তাকে কেন গুরুত্ব দিতে হবে, সে প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার যুক্তি হলো, আমু ক্ষমতাসীন দলের মুখপাত্র কিনা, সেটি তার জানা নেই। তাই তার এ বিষয়ের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার মানে হয় না। খবর বিডিনিউজের।

গতকাল বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন ফখরুল। তিনি গণমাধ্যমের সামনে এসেছিলেন ২০২৩২৪ সালের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে। এ সময় সংলাপ বিষয়েও প্রশ্নের মুখে পড়েন। জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমি এ বিষয়টা (আমুর বক্তব্য) গুরুত্ব দিতে চাই না। এ নিয়ে আমি কথাও বলতে চাই না। উনি আওয়ামী লীগের অফিশিয়াল স্পোকসম্যান কিনা এটা আমি জানি না। আমরা উনার বক্তব্যকে গুরুত্ব দেব কেন? আই ডোন্ট মেক এনি কমেন্ট।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন ইস্যুতে আলোচনার আহ্বান করা হয়নি : আমু
পরবর্তী নিবন্ধসংলাপ নিয়ে দলে আলোচনা নেই, আমুর বক্তব্য ব্যক্তিগত : তথ্যমন্ত্রী