আমীর খসরু-জামায়াতের নায়েবে আমির তাহেরসহ ৩৯৬ জন কারাগারে

নাশকতার মামলা

| বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় সহিংসতার ঘটনায় দায়ের করা নাশকতার বিভিন্ন মামলায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৩৯৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। খবর বিডিনিউজের।

এছাড়া, ২৫ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম এসব আদেশ দেন। কোর্ট হাজতের ওসি এস আই মুরাদ হোসেন এ তথ্যের সত্যতা স্বীকার করেন।

নাশকতার বিভিন্ন মামলায় রিমান্ড নেওয়া ২৫ জনের মধ্যে রয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তাদের পক্ষে শুনানিতে অংশ নেন ওমর ফারুক ফারুকী, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহসহ আরো আইনজীবী।

পূর্ববর্তী নিবন্ধকৃষকলীগ নেতার ছেলে ছাত্রদল নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপণ্য পরিবহনের জন্য নিরাপদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক