আমীর খসরুসহ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি

সম্মিলিত পেশাজীবী পরিষদের বিবৃতি

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

অবিলম্বে কারফিউ প্রত্যাহার ও গণগ্রেপ্তার বন্ধ করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির চট্টগ্রামে গ্রেপ্তারকৃত নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখা।

গতকাল গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ১৮ দিনে চট্টগ্রামে ৩৩ টি মামলায় বিএনপিসহ বিরোধী দলের প্রায় দেড় হাজার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতি দাতারা হচ্ছেনবাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. নসরুল কাদির চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, এ্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান বিল্লাহ, ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ড্যাব মহানগর সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি জসিম উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশন কোর্ট বিল্ডিং শাখার আহ্বায়ক এডভোকেট মো. আলাউদ্দিন ও সদস্য সচিব এডভোকেট আবদুল মান্নান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বেসামাল হয়ে সরকার মেধাবী শিক্ষার্থীদের হত্যা করে উল্টো বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করছে। সরকারের মন্ত্রী নেতারা প্রতিনিয়ত বলছেন, তথাকথিত তৃতীয় শক্তি নাকি গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে। অথচ সারা বিশ্বের মানুষ দেখেছে ছাত্রসহ সাধারণ জনতার কাছে আগ্নেয়াস্ত্র ছিল না। তা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি দলের সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের হাতে। তারপরও সরকার শাক দিয়ে মাছ ঢাকার জন্য এ মিথ্যাচারের কোরাস গেয়েই চলেছে। তারা এখনো ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে দেশের আপামর জনতা, ছাত্র যুবকসহ সব শ্রেণি পেশার মানুষের প্রতি শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসড়ক সড়ক নয়, যেন চাষের জমি
পরবর্তী নিবন্ধবাচ্চু স্মৃতি সংসদের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি