দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় এবার কুতুবদিয়া উপজেলা পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত হুমকি দিয়েছে স্থানীয় সাংবাদিক হাসান মাহমুদ সুজনকে। তিনি স্থানীয় দুটি দৈনিক পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কুতুবদিয়া প্রেসক্লাবের সদস্য হাসান মাহমুদ সুজন জানান, বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে বাড়তি অর্থ আদায় ও দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক পিডিবি কার্যালয়ে অভিযান চালানোর বিষয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হন পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত।
তিনি আরো জানান, সম্প্রতি কুতুবদিয়া বায়ো বিদ্যুৎ অফিসে মালামাল চুরির ঘটনা ঘটে। সেই বক্তব্য নিতে এবং নিজ বাড়িতে বৈদ্যুতিক খুঁটির আবেদনের জন্য ১০ অক্টোবর সকালে পিডিবির কার্যালয়ে যান তিনি। সেখানে পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত কক্ষ বন্ধ করে সাংবাদিক সুজনকে অবরুদ্ধ করে রাখে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয়।
যার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই অডিওতে পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত কর্তৃক ওই সাংবাদিককে বলতে শোনা যায় “আমার বিরুদ্ধে নিউজ করস। পিটাইয়া পিটের চামড়া তুলে ফেলবো। চিনস তুই আমারে? ফাজিলের বাচ্চা ফাজিল।”
তিনি রাগান্বিত হয়ে আরো বলেন, সাংবাদিকের “স” চিনস? আমি সাংবাদিক পকেটে রাখি। তুই চিনস না আমাকে। তুরে আমি বেঁধে রাখবো।”
এদিকে অভিযোগের বিষয় স্বীকার করে পিডিবির প্রকৌশলী আবুল হাসনাত বলেন, “ওই সময় আমি খুবই উত্তেজিত ছিলাম। এসব করা আমার উচিত হয় নি। মূলতঃ আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি নি। তাছাড়া তিনি সাংবাদিক আমি চিনতাম না।”