আমি লোহাগাড়া বিএনপির প্রতিষ্ঠাতার সন্তান, পদ-পদবির লোভ লালসার রাজনীতি আমি করিনা, ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাসী, যে কোন মূল্যে চট্টগ্রাম-১৫ আসনটি দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিতে বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন এমপি পুত্র ও সাবেক ছাত্রনেতা এটিএম জাহেদ চৌধুরী।
শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে লোহাগাড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে, খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মোনাজাত এবং অসহায় পরিবারে খাদ্য সহায়তা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও শহীদ ইশমামের পরিবারে নগদ অর্থ সহায়তা প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এম. আব্দুর রহিমের সভাপতিত্বে ও ছাত্রনেতা মোহাম্মদ তাহেরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার শাহেদ আনোয়ার চৌধুরী। এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আবুল কাশেম, দিদার এলাহী ও মিজানুর রহমান নিশান।
জুলাই-আগস্ট শহীদদের স্মরণে দোয়া মোনাজাত, ৬০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ৩জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় গণঅভ্যুত্থানে লোহাগাড়ার প্রথম শহীদ ইশমামের পরিবারের পাশে আজীবন সহায়তার ঘোষণা দেন বক্তারা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফজলু এলাহী, আবুল কাশেম মুন্সী, তাজুল ইসলাম, মোহাম্মদ আলী, বিএনপি নেতা নুরুল, বিএনপি নেতা মাস্টার আবু তাহের, সাবেক ছাত্র-নেতা মোহাম্মদ আরিফ, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওসমান প্রমূখ উপস্থিত ছিলেন।