আমি যথেষ্ট পরিমাণে ‘জীবিত’ আছি : বেজ বাবা সুমন

| শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৪:২৪ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারিতে খবর পাওয়া যায় সংগীতশিল্পী বেজ বাবা সুমনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। গত বছর এই গায়কের চিকিৎসার জন্য জার্মানি যাওয়ার কথা ছিল। করোনায় আটকে যায় যাত্রা। মিলছে না ভিসা। ভিসা জটিলতার কারণে আটকে আছে উন্নত চিকিৎসা। পরে জানা যায় এ শিল্পীকে ভারতে নেয়া হয়েছে। সেখানে একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। কেমন হচ্ছে চিকিৎসা? কেমনই বা আছেন সুমম, তা জানালেন তিনি নিজেই, ১৬ এপ্রিল রাতে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার অবস্থা চলছে কোনরকম।’
বেজ বাবা সুমন আরও লিখেছেন, সারাদিন হোটেলে বসে সাইবারপাঙ্ক খেলি আর তিন দিন পর পর হসপিটাল যাই থেরাপি করতে। নেঙট মাসে ঢাকা চলে আসবো ইনশাআল্লাহ। কয়েকটা সার্জারি করাতে হবে। স্পাইনের অবস্থা খুব একটা ভালো না। সম্ভবত ঈদের পর জার্মানিতে গিয়ে করাবো। যারা বলে বেড়াচ্ছে আমি ‘মৃত্যুর দিন গুনছি’ তাদের কথা সিরিয়াসলি নিবেন না।

পূর্ববর্তী নিবন্ধনিশো-মেহজাবীনের ‘মহব্বত’ আলোচনায়
পরবর্তী নিবন্ধআমেরিকার প্রেসিডেন্ট হতে চান ‘দ্য রক’