আমি মুক্তিযুদ্ধ নিয়ে গর্ববোধ করি : তানজিম সাকিব

| শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:৩৪ পূর্বাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক ম

বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের গৌরবময় দিন। বিজয়ের মাসে স্বাধীন বাংলাদেশের আসল নায়ক মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। শুক্রবার নিজের ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে মুক্তিযোদ্ধাদের স্মরণ ও গর্বের কথা জানিয়ে তানজিম সাকিব লিখেছেন, ‘আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। যাদের ছিল না ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না, কীভাবে যুদ্ধ করতে হবে জানতেন না, তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন।’ এরপরই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ তুলে ধরে তানজিম লিখেছেন, ‘যারা আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছিলেন, যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি, তাদের নিয়ে গর্ববোধ করি। বাংলাদেশের প্রকৃত হিরো, প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযোদ্ধারা।’

পূর্ববর্তী নিবন্ধব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে সিরিজ হারল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ