আমি মা হচ্ছি : পরীমনি

বিয়ে হয়েছে কবে জানালেন রাজ

| মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

মা হওয়ার খবর দিলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তিনি জানিয়েছেন, তিনি ও অভিনেতা শরীফুল রাজ এখন তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। গতকাল সোমবার পরীমনির সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। মা হচ্ছেন কি না- নিশ্চিত হতে পরীমনিকে ফোন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ’। আপাতত বছরখানেক অভিনয় থেকে দূরে থাকতে চান বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।
‘আইসক্রিম’ চলচ্চিত্রের অভিনেতা রাজ জানান, গতকাল সোমবারই চিকিৎসককে দেখিয়ে পরীমনির সন্তানসম্ভবা হওয়ার খবর নিশ্চিত হন তারা। তিনি পরীমনির সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন। সন্তানধারণের বিষয়টি আজকেই কনফার্ম হয়েছে বলেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে রাজের সঙ্গে একটি ছবিও পরীমনির ফেসবুক পেইজে পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে ‘অভিনন্দন পরী … ধন্যবাদ রাজ’। এই পোস্টে মন্তব্য করার সুযোগ সীমিত করে রেখেছেন পরীমনি। রাজ জানান, গত ১৭ অক্টোবর তারা ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে আমরা বিয়ে করি। সেটা আমরা কাউকে জানাইনি। আমরা একটা পরিকল্পনা করে, অনুষ্ঠান করে বিষয়টি জানাতে চেয়েছিলাম। শুটিং আছে, কাজগুলো শেষ হলে গুছিয়ে আমরা অনুষ্ঠান করব। যার কারণেই জানানো হয়নি। গত বছরের মাঝামাঝিতে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনীন’ চলচ্চিত্রের শুটিংয়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেলিম বলেন, দিন তিনেক আগে পরীমনি ও রাজ তাকে বিয়ের খবরটি জানিয়েছেন; তাদের জন্য শুভ কামনা রইল।

পূর্ববর্তী নিবন্ধশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বোয়ালখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি
পরবর্তী নিবন্ধপলিথিন ব্যবহার ও নোংরা পরিবেশ সৃষ্টি ১৩ দোকানদারকে জরিমানা