আমি মানুষ

মোহাম্মদ গিয়াসউদ্দিন | বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

মানুষের মাঝে আমার বাস

মানুষকে আপন করে নেওয়াই আমার কাজ!

বিনয় নম্রতা আন্তরিকতা স্বচ্ছতা

আর গভীরতর ভালোবাসা দিয়ে

আমারে আমি উৎসর্গিত করেছি

তোমাদের মাঝে!

সময়ের বিবর্তনে হারিয়ে যাব,

কোনো এক না জানা সময়ে, না ফেরার দেশে,

স্মৃতি হয়ে, আলো হয়ে, রয়ে যেতে চায়,

তোমাদেরই আন্তরের অন্তরে !

এ বিশ্বাস আছে মনে

যদি আমার ভালোবাসা ছুঁয়ে যায় তোমাদের মনে,

যদি এ মন তোমাদের আপন করে নিতে পারে,

এ আমি রয়ে যাব তোমাদেরই অন্তরের অন্তরে।

আমি মানুষ

মানুষের মাঝে আমার বাস,

মানুষকে আপন করে নেওয়াই আমার কাজ ।

পূর্ববর্তী নিবন্ধকৃষক কেন অবহেলিত?
পরবর্তী নিবন্ধঐতিহ্যে হাতপাখা