আমি ভার্সেস ডামি নির্বাচনের সময় ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল : হাসনাত

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

২০২৪ সালে যখন আমি ভার্সেস ডামি নির্বাচন হয়, তখন কোথায় ছিল আপনাদের ইনক্লুসিভ নির্বাচন বলে প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। গতকাল শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে অনুষ্ঠিত সমাবেশ থেকে তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। ইনক্লুসিভ ইলেকশনের যে বয়ান এখন দেওয়া হচ্ছে, আমরা প্রশ্ন রাখতে চাই, ২০১৪ সালে যখন ১৫৩টি আসনে ভোট হয়নি, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল। ২০১৮ সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হলো, তখন কোথায় ছিল আপনাদের ইনক্লুসিভ ইলেকশন। ২০২৪ সালে যখন আমি ভার্সেস ডামি নির্বাচন এলো, তখন কোথায় ছিল আপনাদের ইনক্লুসিভ ইলেকশন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, ৪জনের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধএকবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না : আখতার