তুমি কি আমার হবে?
যাকে নির্দ্বিধায় তুই বলতে পারি।
যে তুই আপনি বা তুমি হবে না।
সেই তুইটা যে শুধু তুই থেকে যাবে।
যে আমাকে আমার মত করে বুঝবে।
আমি কি চাই বা না চাই জেনে যাবে।
সেই তুই সবকিছুর দায়িত্ব নেবে।
আমাকে হালকা করে দিয়ে বলবে,
তুই নিশ্চিত থাক আমি তো আছি।