আমি তো আছি

বনানী শেখর | মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্ণ

তুমি কি আমার হবে?

যাকে নির্দ্বিধায় তুই বলতে পারি।

যে তুই আপনি বা তুমি হবে না।

সেই তুইটা যে শুধু তুই থেকে যাবে।

যে আমাকে আমার মত করে বুঝবে।

আমি কি চাই বা না চাই জেনে যাবে।

সেই তুই সবকিছুর দায়িত্ব নেবে।

আমাকে হালকা করে দিয়ে বলবে,

তুই নিশ্চিত থাক আমি তো আছি।

পূর্ববর্তী নিবন্ধধৈর্য মানুষের একটি অন্যতম গুণ
পরবর্তী নিবন্ধকুয়াশার চাদর বিছিয়ে ধান কাটার উৎসব নিয়ে এসেছে পৌষ