আমি তাকেই বন্ধু বলি…
যার কাছে আমি নিরাপদ।
যে আমার অভয়ারণ্য, মুক্ত আকাশ।
আর সে আকাশে—
আমি এক উদ্দাম ডানামেলা গাংচিল।
কোনো দায়বদ্ধতায় নয়,
কোনো প্রতিজ্ঞায় আবদ্ধতায়ও নয়…
নয় কোনো ঋণ শোধের অমোঘ পিছুটান!
পাশে থাকার কোনো কারণ নেই।
নেই কোনো প্রত্যাশা, জবাবদিহিতা।
তবুও কঠিন সময়ে…
ছেড়ে যায় না যে মানুষটা,
অহর্নিশ ছায়ার মতো
আমাকে আগলে রাখে যে প্রিয়মুখ!
আমি তাকেই বন্ধু বলি।
আমার ভুলগুলো যে শুধরে দেয়,
দোষগুলোকে যে আড়াল করে,
আমার গুণের মশাল নিয়ে
সবার আগে যে মানুষটা এগিয়ে চলে
সে–ই তো আমার বন্ধু।
সফলতা কিংবা ব্যর্থতায়, মোহে কিংবা দ্রোহে
হাসি–কান্নার গল্প হয়ে,
দুঃখ–সুখের সাথী হয়ে,
বিপদের দিনের বন্ধু হয়ে,
বৃষ্টির দিনে ছাতা হয়ে….
সারাবেলা আমায় ঘিরে থাকে যে জন
সে–ই তো আমার বন্ধু।
কী প্রয়োজন!
একগাদা বায়বীয় বন্ধুর, কী প্রয়োজন!