ফটিকছড়ি সাংসদ ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেছেন, আমার ফটিকছড়িতে জামাত-শিবির ২/৩ জনকে টার্গেট করতেছে, আমিও তাদের টার্গেটে আছি।
যেহেতু আমার চেয়ে জামাতের বড় ক্ষতি কেউ করে নাই, তাই। পুরো বাংলাদেশকে তারা টার্গেট করতেছে। দেশের মানুষ কষ্টে আছে, ঢাকার চেয়ে গ্রামে জিনিসপত্রের দাম বেশি। আমাদের বাণিজ্যমন্ত্রী আগে বলেছেন সিন্ডিকেটের দোষ, এখন বলতেছেন উৎপাদনের দোষ, আসলে উনার মাথায় দোষ। আমি যা কথা বলেছি তা নিজের এলাকার স্বার্থে বা দেশের স্বার্থে। প্রতিটি জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ তবে এবারেরটা একটু ভিন্ন। যেদিন বিএনপির সভা-সমাবেশ থাকে সেদিন বেগম জিয়াকে সিসিইউ বা আইসিইউতে নিয়ে যায়।
১৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে ফটিকছড়ি উপজেলায় এমপির শেষ সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ, এসিল্যান্ড এটিএম কামরুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা আরেফিন আজিম, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র একে জাহেদ চৌধুরী সহ ফটিকছড়ি ও ভূজপুর থানার ওসি ও বিভিন্ন ইউপির চেয়ারম্যান।