আমি চাই না আমার সন্তানেরা গান করুক

| মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:২৮ পূর্বাহ্ণ

ক্লোজআপ ওয়ান’খ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সংগীতবিষয়ক প্রতিযোগিতায় সালমা ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী। কিন্তু ‘ও মোর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে’ গানটি গেয়ে জয় করে নেন লাখো শ্রোতার হৃদয়। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সালমা তার সংগীত ক্যারিয়ারে যশখ্যাতি যেমন পেয়েছেন, তেমনি পেয়েছেন মানুষের ভালোবাসা। সালমা গানের মানুষ হলেও তার সন্তানেরা গান করুক তা চান না তিনি। এক সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথাই জানিয়েছেন এই শিল্পী। সালমা বলেন, আমি চাই না আমার সন্তানেরা গান করুক। ওদেরকে একেবারেই ইসলামিক জীবনযাপন করাতে চাই। সালমার দুই কন্যা সন্তান। ২০১১ সালে ব্যবসায়ী ও সংসদ সদস্য শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। ২০১২ সালের ১ জানুয়ারি তাদের সংসার আলো করে আসে একটি কন্যা সন্তান। তার নাম রাখা হয় স্নেহা। ২০১৬ সালের ২০ নভেম্বর ভেঙে যায় সংসার।

২০১৮ সালে ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লা নূরে সাগরকে বিয়ে করেন সালমা। ব্যারিস্টার সাগর পেশায় একজন আইনজীবী। সাগরসালমা দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এ সংসারে সালমার একটি কন্যা সন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় আজ নাট্যাধারের নাটক ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’
পরবর্তী নিবন্ধ৪৩ বছর পর ফিরছেন মহানায়ক, কীভাবে?