আমি চলে যাবো বলে,
কাঞ্চনলতা কি ভাসবে না
সাগরের নোনা জলে?
আমি চলে যাবো বলে,
শালিক কি গান গাবে না
শিমুলের ডালে?
আমি চলে যাবো বলে,
ময়ুর কি নাচবে না তার
পেখম মেলে?
আমি চলে যাবো বলে,
মধুমতীর পাড় কি ভরবে না
সাদা কমলে?
আমি চলে যাবো বলে,
সবুজ দুর্বাঘাস কি দুলবে না
বাতাসের ব‘লে?
আমি চলে যাবো বলে,
প্রজাপতি কি উড়বে না তার
রঙিন ডানা মেলে?
আমি চলে যাবো বলে,
রজনী কি আলোকিত হবে না
জোৎস্নার রূপসীলে?
আমি চলে যাবো বলে,
সকালের রবি কি ঢাকা পড়বেনা
পৌষের কুয়াশাতলে?