বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তৃতীয়বারের মত সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগকে ‘অপপ্রচার’ বললেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। ভোটের পরদিন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়েদ খান ও মুনমুনের কুশল বিনিময়ের একটি ভিডিও ছড়িয়েছে, অভিযোগ তোলা হয়েছে, জায়েদ খানের কাছ থেকে নোট নিয়ে ব্যাগে পুরেছেন মুনমুন, যদিও ভিডিওতে তেমন স্পষ্ট কিছু ছিল না। খবর বিডিনিউজের। শুক্রবার ভোটের সময় টাকা ছড়ানোর অভিযোগ উঠলে জায়েদ খান তখনই তা উড়িয়ে দিয়েছিলেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে ফেইসবুক লাইভে এসে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন মুনমুন। তিনি বলেন, এটা স্রেফ অপপ্রচার। ইউটিউবার আমাদের বদনামের মধ্যে ফেলছে, যারা অপপ্রচার চালিয়েছে আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। মুনমুন দাবি করছেন, জায়েদ খানের সঙ্গে কুশল বিনিময়ে ফাঁকে ব্যাগের মধ্যে কোনো নোট নয় নিজের ব্যবহৃত কালো মাস্কটি পুরেছিলেন তিনি। মুনমুন বলেন, আমাকে একটি এলিগেশনের মধ্যে ফেলানো হয়েছে যে, আমি টাকা নিয়ে ভোট দিয়েছি।
আমার প্রশ্ন হল, রাস্তার মধ্যে কেউ আমাকে টাকা দেবে, সেটা খেয়ে আমি ভোট দেব? আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে। আমি কালো পোশাক পরিহিত ছিলাম। এফডিসিতে প্রবেশ করার পরে আমার মুখে মাস্ক ছিল। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করলে বুঝবেন।… আমার মাস্কটা মুখের উপর ছিল। ঢুকে মাস্কটা খুলে ব্যাগে রেখেছি। পরে জায়েদ আমাকে একটা পেপার দিল। তিনি প্রশ্ন তুলেছেন, আমি কি রাস্তার লোক? ভাইয়ের মত, সে আমার কাছে এসে ভোট চেয়েছে। এটা কী মহাপাপ?