বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে সত্যেন সেন শিল্পীগাষ্ঠী কক্সবাজার জেলা সংসদের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি কবি মানিক বৈরাগী, শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি এড. প্রতিভা দাশ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালে জাতির জনকের নেতৃত্বে মুক্তিকামী বাঙালি স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। বঙ্গবন্ধু ছাড়া আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কখনোই সম্ভব হতো না। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সত্যেন সেন শিল্পীগোষ্টী, গণমুখ থিয়েটার, শ্রুতি আবৃত্তি অঙ্গনের শিল্পীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












