‘আমি এখন কী করি?’

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

আমি কেন মরলাম না। আমার সামনে ছেলে কেন মারা গেলো। আমি এখন কী করি, কোথাই যাই। বাবা ছেলে আমরা দুজন বের হয়েছি চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সে আসা আর হল না। কথাগুলো বলছিলেন গতকাল রবিবার সন্ধ্যায় সীতাকুণ্ড পৌরসভার বটতল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লা চৌদ্দগ্রাম হিঙ্গুলী আমজাদ বাজার এলাকার বাসিন্দা নিহত মো. জসিমের বাবা মো. ইসহাক। তিনি বলেন, আমরা ছেলে জসিম বিবাহিত। তার একটি ছোট্ট ছেলে রয়েছে। বাড়ির সদস্যরা সকলেই আজ নিষেধ করেছে ঘর থেকে বের না হতে। কিন্তু আমরা তাদের কথা শুনলাম না। চলে আসলাম সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে। বাসটি ঢাকা থেকে ছেড়ে আসছিল। আমি ও আমার ছেলে চৌদ্দগ্রাম থেকেই বাসে উঠেছি। কিন্তু সীতাকুণ্ডের বটতল এলাকা অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে ধাক্কা দিয়ে সোজা সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় আমার ছেলে প্রথম ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মারা যায়। মুহূর্তে সড়ক রক্তে লাল হয়ে যায়। আমি তখন গাড়িতেই ছিলাম। সামান্য একটু ব্যথা পেলেও ছেলেকে হারিয়ে ফেলেছি সারা জীবনের জন্য। আমার চোখের সামনেই আরো ৪জন মারা গেছে। এখন আমি বাড়িতে কি জবাব দিব? বুঝতে পারছি না কোনোভাবেই। আমি কেন বেঁচে গেলাম। বাবার সামনেই ছেলের মৃত্যু এটা ভাবতেই পারছি না। আমি কারো কথা না শুনে চলে এসে আজ আমাদের এ অবস্থা। জসিম বাড়ি থেকে বের হওয়ার সময় আমার নাতি অর্থাৎ জসিমের ছেলে বাবাকে জড়িয়ে ধরে এবং তার মুখের দিকে তাকিয়ে ছিল। তখন বুঝতে পারিনি আমার ছেলের এ বুঝি আজ শেষ বিদায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ৩৯৩, নতুন জিপিএ-৫ ৩২ জন
পরবর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় এলে নগর সরকার গঠনের প্রস্তাব