আমি অসুস্থ, কী ঘটনা ঘটেছে জানতামও না : গিয়াস কাদের

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:০৩ পূর্বাহ্ণ

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে হামলা হয়েছে’বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এ দাবি কেন করছেন তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। গত রাতে তার পদ স্থগিত করা হয়।

গোলাম আকবর খোন্দকারের দাবি প্রসঙ্গে জানতে চাইলে আজাদীকে গিয়াস কাদের বলেন, আমাকে দোষারোপ করলে আমি কী করতে পারি। আমি গত ১০ দিন ধরে অসুস্থ। তাই অসুস্থ অবস্থায় নির্দেশ দিতে পারি না। তাছাড়া অসুস্থ থাকায় কী ঘটনা ঘটেছে সেটা আমি জানতামও না।

কী কারণে দোষারোপ করা হচ্ছে জানতে চাইলে বলেন, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। সেখানে আমাকে কেন দোষারোপ করছে বুঝতে পারছি না। অবশ্য যে কোনো মানুষ যে কাউকে দোষারোপ করতে পারে। সেখানে কী বলার আছে?

দলীয় পদ স্থগিত বিষয়ে জানতে চাইলে বলেন, দল যেটা ভালো মনে করেছে সেটা করেছে। এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই।

উল্লেখ্য, গতকাল বিকেলে রাউজানের সর্তারঘাট এলাকায় গিয়াস কাদের ও গোলাম আকবর খোন্দকার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গোলাম আকবরসহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। হামলার জন্য গিয়াস কাদেরকে দায়ী করেন গোলাম আকবর।

পূর্ববর্তী নিবন্ধজালিয়াতির মামলায় যুবককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
পরবর্তী নিবন্ধগিয়াস কাদেরের নির্দেশে হামলা, দাবি গোলাম আকবরের