আমিশার নামে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

| বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

আইনি ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। অগ্রিম টাকা নিয়েও অনুষ্ঠানে হাজির ছিলেন না তিনি। ভারতের মুরদাবাদের এসিজেএম আদালত এই বলিউড নায়িকার নামে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী ২০ আগস্ট হাজিরা দিতে হবে আমিশাকে। খবর বাংলানিউজের।

আমিশার বিরুদ্ধে জারি হওয়া এই মামলাটি বেশ পুরনো। একটি ইভেন্ট কোম্পানির পক্ষে আমিশা প্যাটেল এবং তার সহকারীর নামে এই মামলা দায়ের করা হয়। ইভেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি অনুসারে, ২০১৭ সালের নভেম্বরে উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি বিয়ের অনুষ্ঠানে ডান্স পারফর্ম করার কথা ছিল আমিশার।

যে জন্য প্রায় ১১ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী। ইভেন্ট কোম্পানির অভিযোগ, আমিশা প্রথমে দিল্লি পৌঁছান। এরপর অনুষ্ঠানে যেতে অতিরিক্ত ২ লাখ টাকা দাবি করেন। তারা সেই টাকা দিতে রাজি না হলে অভিনেত্রী কাউকে কিছু না জানিয়ে ফিরে যান।

পূর্ববর্তী নিবন্ধপাঠ্যবইয়ের পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব শিক্ষা উপমন্ত্রীর
পরবর্তী নিবন্ধচলচ্চিত্র অনুদান চেক বিতরণ