আমিলাইশে শিশুকিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি

| সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে সাতকানিয়া আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ। কর্মসূচির উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন মো. রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন মোজাম্মেল হক চৌধুরী, রাসেল, রহমত, সাজ্জাদ, আনোয়ার, ফারুক, ইউচুফ প্রমুখ। প্রধান অতিথি বলেন, আমিলাইশ শিশু কিশোর আসর একটি আর্দশ সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় যেকোনো প্রয়োজনে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাপমাত্রা আশঙ্কাজনক বৃদ্ধির কথা মাথায় রেখে প্রতিবছরের ন্যায় এ বছরও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, দেশের অপরিকল্পিত শিল্পায়ন ও অবাধে বন উজাড় করার কারণে বনায়ন দিনদিন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। এছাড়া সর্বোচ্চ বৃক্ষরোপণকারী ১০ জন শিক্ষার্থীকে ‘পরিবেশ বন্ধু অ্যাওয়ার্ড ’ প্রদান করা হয়। এই বছরের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের আঙিনায় গাছের চারা রোপণ; নদী ভাঙনসহ যেকোনো ভাঙন রোধে এবং বেড়িবাঁধে পরিকল্পিতভাবে গাছ লাগানো। এছাড়া বাড়ির আঙিনায় বা ছাদে গাছের চারা রোপণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্য নিঃস্ব-ভগ্ন হয়ে পড়েছে, ঘোষণা নতুন সরকারের
পরবর্তী নিবন্ধনিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার অনুরোধ সুজনের