আমির ভাণ্ডার ২২তম ইয়াওমুল ফোরকান উদযাপন

| শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

আমির ভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে ২২তম ঐতিহাসিক ইয়াওমুল ফোরকান উদযাপন উপলক্ষে প্রিয় নবী (সা.) ও আসহাবে বদর (রা.) স্মরণে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা শাহসুফি সৈয়দ ফরিদুল আবছার আমিরভাণ্ডারী। সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ এনামুল হক এনাম, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক গাজী মুহাম্মদ আবু তাহের। মাহফিলে বক্তব্য রাখেন আওলাদে আমিরভাণ্ডারী, শাহসুফি সৈয়দ করিমুল মোস্তফা আমিরী, শাহসুফি মাওলানা সৈয়দ মামুন রশিদ আমিরী, শাহসুফি মাওলানা সৈয়দ বদরুদ্দোজা আমিরী, আল্লামা শেখ মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, কাজী আহমদ উল্লাহ কাদেরী, মাওলানা মোরশেদুল হক কাদেরী, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম আল কাদেরী। সম্মানিত অতিথি ছিলেন মুহাম্মদ শামসুল আলম বি,কম, নুরুল ইসলাম অডিটর, মুহাম্মদ নুরুল আনোয়ার, সৈয়দ মুহাম্মদ আবুল কালাম, মাওলানা কামাল হোসেন আমিরী, সৈয়দ শামসুদ্দোহা আমিরী, সৈয়দ মুহাম্মদ নুরুল হুদা আমিরী, মাওলানা সৈয়দ আছরার আমিরী, সৈয়দ এয়ার মুহাম্মদ আমিরী, সৈয়দ নঈমুল মোস্তফা আমিরী, সৈয়দ আমির উদ্দিন আমিরী, শাহজাদা সৈয়দ হাসান হাফেজনগরী, শাহজাদা সৈয়দ তাকরিমুল হক হাফেজনগরী, মাওলানা সোলায়মান আল কাদেরী, শাহজাদা আশরাফুজ্জামান প্রমুখ। মাহফিলের প্রারম্ভে পবিত্র কোরআনুল করিমের খতম আদায় করেন পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও পটিয়া আমির ভাণ্ডার বশরিয়া এতিমখানার ছাত্রবৃন্দ। কোরআন তেলাওয়াত করে হাফেজ সৈয়দ ইজতেসুন ওয়াছি, মুহাম্মদ আবদুর রহমান, হাফেজ মুহাম্মদ তৌফিক মাহি, মাওলানা মুফতি ইব্রাহিম আল কাদেরী, শাহজাদা সৈয়দ মোস্তাকিম আমিরী, হাফেজ মুহাম্মদ মাহমুদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ আবু বকর এবং নাতে রাসুল (সা.) ও মিলাদ কিয়াম পরিবেশন করেন শায়ের মুহাম্মদ মে’রাজ রেজা কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেধাবী শিক্ষার্থীরা আমাদের দেশের অমূল্য সম্পদ
পরবর্তী নিবন্ধপোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের ইফতার মাহফিল