আমির ভাণ্ডার দরবার জেয়ারতে আজমীর শরীফের খাদেম

| শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

পটিয়া আমিরুল আউলিয়া হযরত শাহসূফী সৈয়্যদ আমিরুজ্জামান শাহ (ক.) এর মাজার জিয়ারত করেছেন ভারতের আজমীর শরীফের খাস খাদেম সরদার সৈয়দ মুহাম্মদ জোনায়েদ মিয়া চিশতী। জিয়ারত শেষে তিনি আমির ভাণ্ডার কমপ্লেক্সের সভাপতি ও আমির ভাণ্ডার সংসদের প্রধান উপদেষ্টা আল্লামা সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমির ভাণ্ডারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

সাক্ষাতে আউলাদে আমিরের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ আমির উদ্দিন আমিরী, শাহজাদা সৈয়দ আসাদুজ্জামান তানিম আমিরী। আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুল্লাহ রায়হান, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ আবদুল কুদ্দুস, আবদুর শুক্কুর ভাণ্ডারী, মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী, মুহাম্মদ আবু মুছা, মুহাম্মদ ইদ্রিস মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধমানবতার মুক্তির মিশন নিয়েই মহানবীর (দ.) আবির্ভাব