পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে আমিরুল আউলিয়া শাহসুফি সৈয়্যদ মুহাম্মদ আমিরুজ্জামান শাহ (ক.)’র ১৫ জানুয়ারি বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ৪ জানুয়ারি আমির মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়্যদ মুহাম্মদ শামুন রশিদ শাহ আমিরী ও দরবার শরীফের আশেকানদের উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে রওজা শরীফে পুষ্পমাল্য অর্পণ, গিলাফ চড়ানো হয়। শেষে মিলাদ কিয়াম দেশ ও জাতির কল্যাণে মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












