আমির ভাণ্ডারে সালাওয়াতে রাসূল (সা.) মাহফিল

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

মাহে রবিউন নুর প্রিয় নবী (.) পবিত্র হিজরত ও ১৫০০তম মহান জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) স্মরণে ৩ সেপ্টেম্বর আমির ভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে ২৩ তম আমির ভাণ্ডার ১২ দিনব্যাপি ঈদে মিলাদুন্নবী (সা.) ও সালাওয়াতে রাসুল (সা.) মাহফিলের একাদশ দিবস আলহাজ্ব শাহসুফি মাওলানা সৈয়দ পেয়ারুল মোস্তফা আমিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে মেহমানে আলা ছিলেন আওলাদে গাউসুলআজম হযরতুলহাজ্ব শাহসুফী সৈয়দ সাজ্জাদ হোসেইন সোহেল মাইজভাণ্ডারী। বিদেশি মেহমান ছিলেন হযরত খাজা গরীবে নেওয়াজ (.) দরবার শরীফের খাদেম শাহসুফী মুহাম্মদ জুনায়েদ মিয়া চিশতি আজমীর শরীফ, ভারত। আলোচক ছিলেন আল্লামা মুফতি সৈয়দ বাকী বিল্লাহ আজহারী, আল্লামা সৈয়দ মনসুর উল্লাহ সুলতানপুরী, আল্লামা মুহাম্মদ আবু সালেহ, আওলাদে আমিরভাণ্ডারী আল্লামা শাহসুফি সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমিরভাণ্ডারী, মাওলানা সৈয়দ মুহাম্মদ আসরার আমিরী, শাহজাদা আলহাজ্ব সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মুশকিল কোশা আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ দৌলত উজ্জমান আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ আশরাফুজ্জামান আমিরী, শাহজাদা সৈয়দ মাহতাব হোছাইন আমিরী। সম্মানিত অতিথি ছিলেন পীরজাদা সৈয়দ নইমুল কুদ্দুস আকবরী, প্রফেসর এবিএম আবু নোমান, সাবেক ডিন আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়. শাহজাদা সৈয়দ ফোরকান আলম রেজভী, আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম অডিটর, মুহাম্মদ জহিরুল হক, মুহাম্মদ তৈয়বুর রহমান ব্যাংকার, সৈয়দ মুহাম্মদ আবুল হাসনাত আদিল, মুহাম্মদ মোরশেদ আমিরী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর বিভিন্ন সংগঠক সদস্যবৃন্দ। হামদ ও নাত পরিবেশন করেন মুহাম্মদ মুঈনুদ্দিন সাবিদ, মুহাম্মদ শহিদুল ইসলাম মিনহাজ। সঞ্চালনায় ও দুরুদ শরীফ পাঠ করেন শায়ের মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী ও মাওলানা মুহাম্মদ রাকিব। ১১তম দিবসেও মাহফিলের প্রারম্ভে পবিত্র কুরআনুল কারীমের খতম আদায়ের করেন পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও পটিয়া আমির ভাণ্ডার বশরিয়া এতিমখানার ছাত্রবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা
পরবর্তী নিবন্ধআবদুর রহিম