আমির ভাণ্ডার দরবার শরীফে ২৫ আগস্ট (সোমবার) প্রিয় নবীর পবিত্র হিজরত ও ঈদে মিলাদুন্নবী (দ.) ১৫০০বছর উদযাপন উপলক্ষে খতমে সালাওয়াতে রাসূল (সা.) মাহফিলের ২য় দিবস সম্পন্ন হয়েছে। শায়ের মেরাজ রেজা কাদেরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ সিরাজুল মোস্তফা আমিরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম ইয়াকুব আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মুনছুর আলম, মুহাম্মদ আইয়ুব আলী, আবদুল কুদ্দুস চৌধুরী, গাজী আমির হোসেন, মুহাম্মদ আবদুর রশিদ, মুজিবুর রহমান, জাহেদুল হক, মুহাম্মদ সাইফুল ইসলাম, আওলাদে আমিরীভাণ্ডারীর মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা সৈয়দ আমির উদ্দিন আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ আশরাফুজ্জমান আমিরী, মাহফিলে তাকরির পেশ করেন শাইখুল হাদিস আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী, আল্লামা আহমদ উল্লাহ কাদেরী, আল্লামা মুফতি সৈয়দ হামিদুল হক, মাওলানা মোস্তাক আহমদ বিপ্লবী, নাত পরিবেশন করেন বিশিষ্ট নাত খাঁ মুহাম্মদ ত্বকী ও মুহাম্মদ হামীম। দ্বিতীয় দিবসেও মাহফিলের প্রারম্ভে বাদ আসর পবিত্র কুরআন শরীফের খতম আদায় করেন পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও পটিয়া আমির ভাণ্ডার বশরীয়া এতিমখানার ছাত্রবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।