আমির ভাণ্ডারে শাহাদাতে কারবালা মাহফিল

| শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

আমির ভাণ্ডার দরবার শরীফে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের নবম দিবস গতকাল শুক্রবার আমির ভাণ্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে আলা হযরত শাহসুফি আল্লামা মুফতী তৌছিফ রেযা খান। সম্মানিত মেহমান ছিলেন আল্লামা শাহসুফি সৈয়দ ফরিদুল আবছার আমিরভাণ্ডারী।

মাহফিলে সভাপতিত্ব করেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ আমিরী, আউলাদে আমির শাহসুফি সৈয়দ মামুন রশিদ আমিরী, শাহসুফি সৈয়দ শামসুদ্দোহা আমিরী, শাহসুফি মাওলানা কামাল উদ্দিন আমিরী, শাহসুফি মাওলানা সৈয়দ আছরার আমিরী, সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আশরাফুজ্জামান আমিরী এবং পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও আমির ভাণ্ডার বশরীয়া এতিমখানার ছাত্রবৃন্দ।

শাহজাদা সৈয়দ মোদাচ্ছের আমিরী সঞ্চালনায় নাত ও মানকাবাত করেন শায়ের মুহাম্মদ মেহরাজ রেজা কাদেরী, শায়ের মুহাম্মদ ইরফান কাদেরী ও শায়ের আমির উদ্দিন আমিরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘জীবন রক্ষা ও দারিদ্র্য বিমোচনে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি’
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর নিয়মিত সভা