আমির ভাণ্ডারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

| বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

পটিয়ার আমির ভাণ্ডার দরবারে ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) ও সালাওয়াতে রাসুল (সা.) মাহফিলের চতুর্থ দিন গত মঙ্গলবার শাহসুফি সৈয়দ কুতুব উদ্দিন শাহ আমির ভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

মেহমানে আলা হিসেবে এতে উপস্থিত ছিলেন আলে রাসুল, আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী শাহসুফি সৈয়দ তৈয়্যবুল বশর মাইজভাণ্ডারী। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মুহাম্মদ হারুনুর রশিদ।

উপস্থিত ছিলেন আওলাদে আমিরভাণ্ডারী শাহসুফি সৈয়দ শামসুদ্দোহা আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মোকাররম আমিরী, শাহজাদা সৈয়দ মোরশেদেজ্জমান আমিরী, শাহজাদা সৈয়দ আসাদুজ্জামান আমিরী, শাহজাদা সৈয়দ ফানাফিল্লাহ আমিরী, মাওলানা সৈয়দ আশরাফুজ্জামান আমিরী। বিশেষ অতিথি ছিলেন পীরজাদা ডা. আবু দাউদ মসনবী হায়দারী, মুহাম্মদ সেলিম মেয়াজী, অর্থ সম্পাদক বাংলাদেশ তরিকত ফেডারেশন, মুহাম্মদ মনছুর ভাণ্ডারী, মাওলানা সৈয়দ আরফাতুল হক হাফেজনগরী, পীরজাদা মাওলানা সৈয়দ মাইনুল ইসলাম জুনায়েদ, পীরজাদা মাওলানা সৈয়দ হুজ্জাতুল মুবাললেগ, মুহাম্মদ জহিরুল হক, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ তৈয়বুর রহমান, মাওলানা মুহাম্মদ জিয়াউল হোসাইন আমিরী। আলোচনা পেশ করেন আল্লামা মুফতী মুহাম্মাদ হাসান রেজা কাদেরী, আল্লামা সৈয়দ হামিদুল হক। সঞ্চালনায় ছিলেন মাওলানা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী। মিলাদ কিয়ামে ছিলেন শায়ের মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী। হামদ ও নাত পরিবেশন করেন শায়ের মুহাম্মদ আব্দুল মান্নান, শায়ের মুহাম্মদ হাসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কমিউনিকেবল ডিজিজ বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধ৪০তম বিসিএসে নন-ক্যাডারে ৩৬৫৭ জনকে নিয়োগের সুপারিশ