আমির ভাণ্ডারে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল শুরু

| রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৫ পূর্বাহ্ণ

আমির ভাণ্ডার দরবার শরীফে গতকাল শনিবার প্রিয় নবীর হিজরত ও ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে সালাওয়াতে রাসুল মাহফিলের ১ম দিবস সম্পন্ন হয়েছে।

সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ তৌহিদ শাহ আমিরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ শামসুল আরেফিন মাইজভান্ডারী, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ তৈয়বুর রহমান, মাওলানা জিয়াউল হোসাইন আমিরী, আওলাদে আমির ভাণ্ডারীর মধ্যে উপস্থিত ছিলেন শাহসুফি সৈয়দ কানুন রশিদ আমিরী, শাহসুফি সৈয়দ শামসুদ্দোহা আমিরী। মাহফিলে তাকরির পেশ করেন আল্লামা মুফতি আলাউদ্দিন আশরাফি, আল্লামা সৈয়দ আহমাদুল হক মাইজভান্ডারী, মাওলানা মোহাম্মদ মোকাররম নাঈমী, মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন শাহসুফি সৈয়দ নুরুল হুদা আমির ভান্ডারী। মাহফিলের প্রারম্ভে বাদ আসর পবিত্র কুরআন শরীফের খতম আদায় করেন পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার ছাত্রবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজজ আলমগীর ফারুকীর পিতার ইন্তেকাল আজ নামাজে জানাজা
পরবর্তী নিবন্ধআনজুমানে কাদেরীয়া চিশতীয়ার আ’লা হযরত কনফারেন্স