আমির ভাণ্ডারে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২১ অক্টোবর, ২০২০ at ৯:৩২ পূর্বাহ্ণ

পটিয়ার আমির ভাণ্ডার দরবার শরীফে ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে সালাওয়াতে রাসুল মাহফিলের ১ম দিবস গত ১৮ অক্টোবর দরবারের শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন শরীফের খতম আদায় ও নাতে রাসুলের (দ.) মাধ্যমে মাহফিল শুরু হয়। সৈয়দ মোদ্দাচ্ছের আমিরীর উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা কাজী ছাদেকুর রহমান হাশেমী। প্রধান আলোচক ছিলেন আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদরী। স্বাগত বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ নুরুল হুদা শাহ আমিরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সালাওয়াতে মাহফিল উদযাপন পরিষদের পৃষ্ঠপোষক শাহসুফি আল্লামা সৈয়দ ফরিদুল আফছার আমিরী। অতিথি ছিলেন সৈয়দ শামসুদ্দোহা আমিরী,শামসুল আলম বিকম, আমিনুল হক তালুকদার, একেএম জাহাঙ্গীর আমিরী, আমির হোসেন, মোহাম্মদ আলী বাবুল, আবুল ফয়েজ কমিশনার, মুহাম্মদ ইদ্রিস মিয়া, মুহাম্মদ নুরুল কবির, মাওলানা মোরশেদুল হক কাদেরী, মাওলানা শিহাব উদ্দিন। মোনাজাত করেন শাহসুফী মাওলানা সৈয়দ মুহাম্মদ বদরুদ্দোজা আমিরী।

পূর্ববর্তী নিবন্ধপুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি’র পাশে থাকবে ইউসিবি
পরবর্তী নিবন্ধসিআইইউর ভার্চুয়াল সিন্ডিকেট বৈঠক