নিরাপদ সড়ক চাই আন্দোলনে উস্কানি দেয়া হয়েছে, এমন অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে করা একটি মামলায় কাউন্টার টেররিজম ইউনিটের চূড়ান্ত প্রতিবেদনর উপর নারাজি পিটিশন দিয়েছেন মামলার বাদী ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
আজ বুধবার সাইবার ট্রাইব্যুনাল, চট্টগ্রামে তিনি এ পিটিশন দাখিল করেন। জাকারিয়া দস্তগীরের আইনজীবী শেখ ইফতেখার সাইমুন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমার মক্কেলের করা মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে কাউন্টার টেররিজম ইউনিট। ঘটনা সত্য নয় এবং ভুল তথ্য দেয়া হয়েছে উল্লেখ করে প্রতিবেদনটি দেয়া হয়।
আমরা উক্ত প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে বুধবার দুপুরে নারাজি পিটিশন দিয়েছি। তবে শুনানি হয়নি।
তিনি বলেন, আমার মক্কেল একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনেও একটি মামলা করেন। সেটিতে চার্জশিট দাখিল করে একই সংস্থা। ঘটনা যদি সত্য না হয়, তাহলে তারা এটিতে কিভাবে চার্জশিট দিয়েছেন?
২০১৮ সালের ৪ আগস্ট তথ্য প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনের কয়েকটি ধারায় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর কোতোয়ালি থানায় মামলা দুটি করেছিলেন।