নগরীর মুরাদপুর শহীদ জানে আলম সড়কস্থ আমির আহমদের বাড়ির মরহুম ওবায়দুর রহমানের প্রথম পুত্র প্রবীণ সমাজহিতৈষী আমির আহম্মদ সওদাগর (৮২) গত বুধবার সকালে চমেক হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার বাদে আছর মুরাদপুর জামে মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন করবস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি ৪ পুত্র ৩ কন্যা ও অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। প্রেস বিজ্ঞপ্তি।